Apan Desh | আপন দেশ

বিএনপির সাত নেতা ছাড়া পেলেন মুচলেকা দিয়ে

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪

বিএনপির সাত নেতা ছাড়া পেলেন মুচলেকা দিয়ে

ফেনী মডেল থানার ফাইল ছবি

বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফেনী সদরের ধর্মপুর আমিনবাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে মোটরসাইকেল শোডাউন করছিল তারা। এ সময় তাদের আটক করা হয়।  

সেনাবাহিনীর দাবি, শোডাউনটি আমিনবাজার সেনা ক্যাম্প অতিক্রম করার সময় সিগন্যাল অমান্য করে এবং বাধা সৃষ্টি করে। পরে আটকদের বিমানবন্দর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।  

আটককৃতরা হলেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।  

বিমানবন্দর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাকিব আপন দেশকে বলেন, আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে।  

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, সকালে তাদের থানায় আনা হয়। পরে সন্ধ্যায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে হই-হুল্লোড় করে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়