Apan Desh | আপন দেশ

স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে প্রাণ হারালেন স্ত্রী

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ২১:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৪

স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে প্রাণ হারালেন স্ত্রী

স্বামী কানাই চন্দ্র দাস ও স্ত্রী স্বর্ণলতা দাস।

স্বামী কানাই চন্দ্র দাসের মৃত্যুর খবর সইতে না পেরে মৃত্যু বরণ করেছেন স্ত্রী স্বর্ণলতা দাস। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শ্মশানে তাদের এক সঙ্গে দাহ করা হয়।

লক্ষ্মণপুর গ্রামের উন্নয়ন কর্মী মিলন দাস জানান, গ্রামের কানাই চন্দ্র দাস (৭০) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথিমধ্যে মির্জাপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান। ঘটনার ১০মিনিট পর স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে মারা যান স্ত্রী স্বর্ণলতা দাস।

তিনি আরো জানানা, কানাই দাস ও স্বর্ণলতা দাস দম্পতির ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়