Apan Desh | আপন দেশ

পিকআপের ধাক্কায় ইমাম-মুয়াজ্জিন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ১৮ ডিসেম্বর ২০২৪

পিকআপের ধাক্কায় ইমাম-মুয়াজ্জিন নিহত

ছবি : আপন দেশ

টাঙ্গাইলের মধুপু‌রে পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী ইমাম ও মুয়াজ্জিন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে ইমান হাফেজ মো: হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টী চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে মুয়াজ্জিন হাফেজ মো: হাসান সিরাজী (১৮)। 

জানা গেছে, নিহতরা দু’জনেই উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানা প্রথম বর্ষের ছাত্র এবং স্থানীয় কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদে হাবিবুর রহমান ইমামতি ও হাসান সিরাজী মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। ভো‌রে মস‌জি‌দে আজান দেয়ার জন‌্য মাদ্রাসা থে‌কে তারা মোটরসাইকেলে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন। সে সময় একটি পিকআপভ্যান তাদের মটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকে‌লে থাকা দুজন গুরুতর আহত হন। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে মৃত‌্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে মৃত‌্যু হয়। পিকআপভ্যনটি জব্দ করা হ‌য়ে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে‌ছে।

ওসি এমরানুল কবির আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়