Apan Desh | আপন দেশ

বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:১৮, ১৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পুরোনো ছবি

পঞ্চগড়ের সদরের অমরখানা সীমান্ত এলাকা থেকে ওয়াসিম (১৫) নামের এক কিশোরকে ধরে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই কিশোরকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার সেনপাড়া সীমান্ত থেকে ওয়াসিমকে ধরে নিয়ে যায় বিএসএফ ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা।

আটক ওয়াসিম অমরখানা ইউনিয়নের সেনপাড়া গ্রামের রেজাউল করীমের ছেলে।

নীলফামারী ৫৬-বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন কিশোর ভারতের সীমান্তে প্রবেশ করে। এসময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের দেখে ধাওয়া করে। সবাই পালিয়ে আসলেও ওয়াসিম ধরা পড়ে বিএসএফের হাতে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমরা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করেছি। রাতেই ওয়াসিমকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়