
ছবি : আপন দেশ
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অগ্নি সূত্রপাতের ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় তুলার গোডাউনটিতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাসাবাড়িতেও। বাসাবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার রাত ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় রাত ২টা ৩০ মিনিটে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।