Apan Desh | আপন দেশ

ইজতেমা ময়দানে সংঘর্ষ: ২৯ জনের নামে হত্যা মামলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৭, ২০ ডিসেম্বর ২০২৪

ইজতেমা ময়দানে সংঘর্ষ: ২৯ জনের নামে হত্যা মামলা

ছবি : সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান মামলার খবর নিশ্চিত করেছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুবুর রহমান জানান, ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত একটি হত্যা মামলা হয়েছে। মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা সাদপন্থিদের মাঠে জোড় পালন করতে দেবেন না বলে ঘোষণা দেয়। এ নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বুধবার ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।

সংঘর্ষের পর বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি জারির পর সাদ অনুসারীরা ইজতেমা মাঠ ত্যাগ করেন। তবে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে মুরুব্বিদের নির্দেশনা অনুযায়ী, ইজতেমা ময়দানের যাবতীয় মালামাল পাহারা দিতে বিভিন্ন জামাতভুক্ত প্রায় ৫০০ সাথি মাঠে এসেছেন।

বিশ্ব ইজতেমার ৪২ দিন আগে জোড় ইজতেমায় এ সহিংস ঘটনা হতবাক করেছে ধর্মানুরাগীদের। এ ঘটনা আসন্ন বিশ্ব ইজতেমায় মুসল্লিদের আগমনকে নিরুৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

আগে বিশ্ব ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হলেও মতভেদের কারণে দুই পক্ষ বিশ্ব ইজতেমা দুই পর্বে করার সিদ্ধান্ত নেয়। গত কয়েক বছর ধরে এভাবেই অনুষ্ঠিত হয়ে আসছে ইজতেমা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়