
ছবি : আপন দেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের শীতার্ত ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মুছাপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আবু তৈয়ব, শফি উল্যাহ কাজল, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন কাজল, সাংবাদিক এহসানুল আলম খসরু,শরফুদ্দিন শাহীন প্রমূখ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।