Apan Desh | আপন দেশ

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে পেটালো জনতা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:২৩, ২০ ডিসেম্বর ২০২৪

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে পেটালো জনতা

ফাইল ছবি

বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রিদিয়াত হোসেন বর্ণকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে  নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ণের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রিদিয়াত এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, বর্ণের বিরুদ্ধে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অসংখ্য অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১৭ জানুয়ারি রামদাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়