
নড়াইল শহরে মশাল মিছিল। ছবি: আপন দেশ
জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সমাবেশ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি তোলেছেন তারা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়। স্থানীয় হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
আরও পড়ুন<<>> ‘একাত্তরের ইতিহাসের মতো জুলাই অভ্যুত্থানের ইতিহাস যাতে বিকৃত না হয়’
সমাবেশে সংগঠনটির নড়াইল জেলা কমিটির আহাবায়ক রাফায়েতুল হক তমাল সভাপতিত্ব করেন। সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনা করেন। বক্তব্য দেন- যুগ্ম আহাবায়ক তুহিন মোল্লা, বিএম আকাশ, সংগঠক মিনহাজুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহাবায়ক আশরাফুল আলম, নীরব আহমেদ নওয়াব, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, নাইম শিকদার, সাদাব প্রমুখ।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একইসঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি তোলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।