Apan Desh | আপন দেশ

৯ কোটি টাকার ক্রিষ্টাল আইস-হেরোইনসহ যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:০১, ২১ ডিসেম্বর ২০২৪

৯ কোটি টাকার ক্রিষ্টাল আইস-হেরোইনসহ যুবক আটক

বিজিবির হাতে ক্রিষ্টাল আইস-হেরোইনসহ যুবকেআটক। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়ায় নয় কোটি টাকা মূল্যের ক্রিষ্টাল আইস ও হেরোইন জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় হরসিত রায় (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বাবার নাম ধর্মনারায়ন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের বাসিন্দা সে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে স্থানীয় মাঝিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ ওই যুবককে আটক করে বিজিবি। 

রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে শালবাহান মাঝিপাড়া বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৪৩৪/এমপি  থেকে ৯শ” গজ অদুরে বাংলাদেশের তেঁতুলিয়ায় অভিযান চালায়। পঞ্চগড়গামী দোয়েল পরিবহন নামের বাস চেকপোস্টে পৌছালে টহলদল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় হরসিত রায়ের কাছ থেকে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল আইস ও ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। তাকে আটক করা হয়। জব্ধকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা। অভিযানের নেতৃত্ব দেন-১৮ ব্যাটালিয়নের বিজিবির উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ। 

বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক উক্ত মাদক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিষ্টাল আইস ও হেরোইন অধিক সনাক্তকরণের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আটককৃত মাদকপাচারকারীকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়