
ঢাকার সাভারে চলন্ত বাসে ডাকাতি
ঢাকার সাভারে একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতের ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে ডাকাতদল নেমে যায়।
আহতদের মধ্যে শামীম হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। শামীমের আত্মীয় মিজানুর রহমান বলেন, প্রথম সিটে বসা যে তিনজন ছিলেন তাদের কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। কোপানোর পরে যার কাছে যা আছে সব দিয়ে দিতে বলে। না হলে সবাইকে কোপাবে বলে ঘোষণা করেন। এ সময় যাত্রীরা ভয়ে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল ডাকাতদের হাতে তুলে দেন। এরপর সিএন্ডবি এর ইউটার্নে গাড়ি থামালে ডাকাতরা নেমে যায়। শামীমের বুকে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
আরেক আহত যাত্রী হারুন-অর-রশিদ বলেন, উলাইল এলাকার একটি গার্মেন্টসে গিয়েছিলাম। উলাইল স্ট্যান্ড থেকে আমি ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে উঠি। মহিলাদের আসনের যে চারটি সিট থাকে, সেই সিটে বসেছি। সেখানে আগে থেকেই তিন যাত্রী বসা ছিল। তারা আমাকে জানালার পাশের সিটে বসতে বলেন। তাদের কথামতো জানালার পাশের সিটে বসার প্রায় পাঁচ মিনিট পর হঠাৎ তারা দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। উলাইল থেকে সাভার পার হওয়ার সময় পাশে বসা তিন জন উঠে দাঁড়িয়ে যায়। তারা যাত্রীদেরসহ আমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমার মানিব্যাগসহ পকেটে যা ছিল সবই বের করে নেয়।
তিনি আরও বলেন, আমার সামনের যাত্রীকে ছুরিকাঘাত করেছে, সেটা আমি বুঝতে পারি নাই। পরে রক্ত দেখে বুঝেছি, তাকে ছুরিকাঘাত করেছে। রক্ত দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে সব যাত্রী আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতদের দিয়ে দেয়। সাভার পার হওয়ার পর থেকে ডাকাতরা ডাকাতি শুরু করে। ডাকাতরা বাসে কখন উঠেছে এটি জানি না।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালক ও হেলপারকে আটক করেছে । এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।