Apan Desh | আপন দেশ

উত্তরে ১০ ডিগ্রির ঘরেই তাপমাত্রা 

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩০, ২১ ডিসেম্বর ২০২৪

উত্তরে ১০ ডিগ্রির ঘরেই তাপমাত্রা 

ছবি : আপন দেশ

আগের দিনই তাপমাত্র বৃদ্ধির খবর দিয়েছিল আবহাওয়া অধিদফতরের পঞ্চগড়ের আঞ্চলিক অফিস। এক দিনের ব্যবধানে কিছুটা কমলেও সকালে  সূর্যের দেখা মিলছে। এতে শীতের তীব্রতাও কিছুটা কমেছে। সকাল থেকেই নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফিরছেন কাজে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ছিল। গতকাল শুক্রবার সকাল ৬টায় ১০ তাপমাত্রা ছিল দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, সকালে হালকা কুয়াশা থাকলেও কুয়াশা ভেদ করে জেগে উঠেছে সূর্য। সে আলোয় ছড়াচ্ছে সকালের মিষ্টি রোদ। এতে চা শ্রমিক, পাথর শ্রমিক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের মাঝে ফিরেছে কর্ম চাঞ্চল্যের স্বস্তি। সকালেই কাজে যেতে দেখা গেছে তাদের।

স্থানীয়রা জানান, সকালে সূর্য ওঠায় রোদে কমতে থাকে শীতের মাত্রা। সকালের মিষ্টি রোদে আগের যে কনকনে শীতের অনুভূতিটা ছিল তা কমেছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এরপরে হিমেল হাওয়া বইতে শুরু করে। সে হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে ঠান্ডা লাগে। সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা লাগছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অধিদফতরের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা বর্তমানে ১০ এর ঘরে অবস্থান করছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ১০০ শতাংশ ছিল। বিশেষ করে হিমালয় নিকটবর্তী এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়