
বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন।
সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও সিনিয়র সাংবাদিককে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে নিগৃহীতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, খবর বাংলাদেশের শেখ রেজাউল ইসলাম বাবলু, যশোর বার্তার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, ঢাকার ডাকের জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ।
এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে অফিসে ডেকে নিয়ে গালিগালাজ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। পরবর্তীতে এরই প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে যান। সেখানে সন্ত্রাসী রমজানসহ বাহিনী কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে প্রথমে আক্তারুল ইসলামকে জখম করে। এ সময় আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। একপর্যায় স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।