Apan Desh | আপন দেশ

শিশু কল্পনাকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে প্রতিবেশী চাচা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ২১ ডিসেম্বর ২০২৪

শিশু কল্পনাকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে প্রতিবেশী চাচা

নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল পুলিশের হাতে গ্রেফতার। ছবি: আপন দেশ

নয় বছরের কল্পনাকে ধর্ষণের চেষ্টা করেছিল তার প্রতিবেশি নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল (১৭)। কিন্তু ব্যর্থ হয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে সে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িত প্রধান অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনূর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে চাটমোহর উপজেলার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু কল্পনা হত্যায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে নুরজামাল।

গ্রেফতারকৃত নুরজামাল চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের আনিছুর রহমান মল্লিকের ছেলে। নিহত কল্পনা খাতুন একই গ্রামের তাজের খানের মেয়ে। নুরুজ্জামান নিহতের প্রতিবেশি চাচা।

রেজিনূর রহমান জানান, নিহত শিশু কল্পনা খাতুন গ্রেফতারকৃত নুরজামালের প্রতিবেশী। সম্পর্কে ভাতিজী। তাদের বাড়িও পাশাপাশি। গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা ছিল। নুরজামাল জালসায় গিয়ে ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জালসার পার্শ্ববর্তী স্কুলমাঠে গিয়ে ৫০ টাকার গাঁজা কিনে সেবন করে। গাঁজা সেবন করার পরে শরীর খারাপ লাগায় সে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

বাড়ি ফেরার পথে স্কুলমাঠের কোনায় নাগরদোলার পাশে কল্পনাকে বসে থাকতে দেখে নুরজামাল। তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে দু'জন পায়ে হেঁটে রওনা হয়। কিন্তু নুরজামাল বাড়ির রাস্তায় না গিয়ে কল্পনাকে ধর্ষণের উদ্দেশ্যে চাটমোহর উপজেলার পৈলানপুর গ্রামে চাকলারদিয়ার বিলের মধ্যে একটি লিচু বাগানে নিয়ে যায়। এ সময় শিশু কল্পনা তাকে বাড়িতে না নিয়ে কোথায় নিয়ে এসেছে, তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো বলে কান্নাকাটি শুরু করে।

তখন লোকজন জেনে যাবে এমন ভয়ে কল্পনা খাতুনের গলা চেপে ধরে নুরজামাল। এতে শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে কল্পনা। তখন তার পড়নের পায়জামা খুলে গলায় ফাঁস দিয়ে আবারো শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে চলে যায় অভিযুক্ত নুরজামাল। মেয়েকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে নুরজামালের সঙ্গে দেখা হলে কল্পনার খোঁজ জানতে চান তার মা। কিন্তু নুরজামাল জানায় সে কল্পনাকে দেখেনি।

পরদিন শনিবার (১৪ ডিসেম্বর) সকালে লিচু বাগান থেকে শিশু কল্পনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কল্পনার মা তাসলিমা বেওয়া বাদি হয়ে ১৪ ডিসেম্বর চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অনুসন্ধান শেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত নুর জামালকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, গ্রেফতারকৃত নুরজামালকে শনিবার (২১ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় হত্যায় নিজের জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়