Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে হাজার মানুষকে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা দিল বিএনপি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:২৮, ২১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে হাজার মানুষকে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা দিল বিএনপি

বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় ড্যাব সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা: মোঃ ইউনুস আলী। ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র বিতরণ করেছে দলটির স্থানীয় নেতারা। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ফ্রী মেডিকেল ক্যাম্পে ওই চিকিৎসা এবং ওষুধ দেয়া হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পান্তা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।   

নেওয়াশী ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই ক্যাম্প কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাব সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট কার্ডিওলজিস্ট সহযোগী অধ্যাপক ডা: মোঃ ইউনুস আলী। তিনি নাগেশ্বরীর কৃতি সন্তান। 

ডা: মোঃ ইউনুস আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনার ফলশ্রুতি আমাদের কর্মসূচি। তার নির্দেশনায় আছে কোন হিংসা না প্রতিশোধ নয়, মানুষকে ভালোবাসতে হবে। বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমস্যার কথা শোনা এবং সমাধান করা-এ হচ্ছে প্রত্যায়। 

কর্মসূচির সভাপতিত্ব করেন স্থানীয় উত্তর পন্তাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন, পন্তাবাড়ী সমাজসেবক শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মোহাম্মদ আব্দুল জলিল , খলিলুর রহমান, মোকাদ্দেস আলীসহ স্থানীয় বিএনপি এবং পেশাজীবী বিভিন্ন স্তরের মানুষ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়