Apan Desh | আপন দেশ

উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ, বিপাকে শ্রমজীবীরা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৪৬, ২২ ডিসেম্বর ২০২৪

উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ, বিপাকে শ্রমজীবীরা

ছবি : আপন দেশ

পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে অবস্থান করছে ৯ ডিগ্রির ঘরে। এতে বেড়েছে শীতের মাত্রা। নিম্ন আয়ের মানুষগুলো শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জীবিকার তাগিতে শীত উপেক্ষা করে সকালে কাজে যেতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এর থেকে আরও কমে আসার আশঙ্কা রয়েছে। গত শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়ায় পর্যবেক্ষণাগার কার্যালয় জানায়, ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে দেখা গেছে হালকা কুয়াশা। গতদিনে চেয়ে পরিস্কার রোদ্রজ্জ্বল দেখা যায়নি। উত্তরের হিমবাতাসে ঝরছে কনকনে শীত। বেড়েছে শীতের তীব্রতা। তবে জীবিকার কারণে সকাল সকাল কাজে বেড়িয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ।

নিম্ন আয়ের পেশার মানুষগুলো বলছেন, মাঝখানে ৬ দিন বইছিল মৃদু শৈত্যপ্রবাহ। তার তিনদিন তাপমাত্রা বেশি হওয়ায় কমেছিল শীতের তীব্রতা। আজকে আবার শীত বেশি মনে হচ্ছে। কিন্তু শীত হলেও ঘরে বসে থাকার সুযোগ নেই। পরিবারের মুখে আহার তুলে দিতেই তীব্রশীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

শীতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকে ফের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এর থেকে আরও কমে আসার আশঙ্কা রয়েছে। গত শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়