Apan Desh | আপন দেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষে নিহত ১

ছবি : আপন দেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসসহ ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে সামনে দেখতে না পেয়ে চালকরা নিয়ন্ত্রণ হারালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত এক জন নিহত ও আরও অন্তত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি হলেন- মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন। এছাড়া আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম জাকির হোসেন (৩২)। তিনি নোয়াখালীর বাসিন্দা। তিনি বাসের চালকের সহকারী ছিলেন।

জানা গেছে, রোববার ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দেয়ে আরেকটি বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। একই সময় একটি পিকআপভ্যান একটি প্রাইভেটকারকে চাপা দেয়ে। এতে আরও কয়েকজন আহত হয়। 

এদিকে পুলিশ দাবি ১০টি যানবাহন নয় বরং ৪টি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে ঘন কুয়াশার কারনে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে পাঠানো হয়েছে। ঘন কুয়াশায় মাত্র অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়