
ছবি : আপন দেশ
ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
জানা যায়, ভোর ৫টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। যার কারণে সকাল সাড়ে ৫টা থেকে আরিচা-কাজিরহাট ও সকাল সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর থেকে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
এর আগে বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পান্তে রোববার সকাল সাড়ে ৬টায় ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেল ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তখন তিনি জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।