
ছবি: আপন দেশ
নোয়াখালীর জনগণ আবারও নিজেদের দাবিতে রাজপথে নেমেছে। ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়। নোয়াখালীকে বিভাগ বানাও—এ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নোয়াখালীর ১ কোটি মানুষের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নোয়াখালী প্রেসক্লাব, টাইন হল মোড় ও জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে বক্তারা নোয়াখালীকে একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করার দাবিতে একসঙ্গে আওয়াজ তোলেন।
বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন, নোয়াখালী ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জেলা। যা বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এ অঞ্চলের ৭ লাখেরও বেশি প্রবাসী রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে।
তারা আরও বলেন, নোয়াখালী শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্বের দিক দিয়ে নয়। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও একটি পূর্ণাঙ্গ জেলা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ অনেক জাতীয় নেতা এ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন।
এসময় তারা নোয়াখালীর ১ কোটি মানুষের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে দাবি জানান, কুমিল্লার সঙ্গে নয়। বরং ১৬০ কিলোমিটার দূরত্বের নোয়াখালীকেই একটি আলাদা প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা হোক।
বক্তারা আরও বলেন, কুমিল্লার সঙ্গে বিভাগ প্রতিষ্ঠা হলে নোয়াখালীবাসী তা মেনে নেবে না। প্রয়োজনে চট্টগ্রামের সঙ্গেই বিভাগে যেতে আমরা প্রস্তুত। কিন্তু কুমিল্লার সঙ্গে নোয়াখালী কখনোই একীভূত হবে না।
মানববন্ধনে নোয়াখালী বিভাগের বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতারা বলেন, যদি জনগণের মতামত ও গণশুনানি ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া হয় ও কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। তবে তা কখনোই মেনে নেয়া হবে না। প্রয়োজনে আমরা আদালতের শরণাপন্ন হবো। কিন্তু নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষিত না করা হলে আমাদের আন্দোলন চলবে।
এদিনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নোয়াখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নোয়াখালীর জনগণ দৃঢ়ভাবে তাদের দাবি তুলে ধরেছেন—তারা তাদের জেলার মর্যাদা ও উন্নয়নের জন্য প্রশাসনিক বিভাগ হিসেবে নোয়াখালীর ঘোষণার জন্য অবিচল।
এ আন্দোলনের নেতৃত্বে রয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা নোয়াখালীকে একটি স্বতন্ত্র বিভাগের মর্যাদা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত দাবির পাশাপাশি আঞ্চলিক ঐক্য ও সামাজিক উন্নয়নকেও লক্ষ্য করছি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।