
ভুক্তভোগী গ্রামবাসীরা ব্যানারে মানববন্ধনটির আয়োজন করেছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামে অবৈধ বালু করায় বিপদে পড়েছে স্থানীয় জনগণ ও তাদের অবকাঠামো। যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এলাকাটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সঞ্চালন টাওয়ার ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতির কারণে গ্রামের মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য স্থাপনা যমুনার গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বালু উত্তোলন বন্ধে আলোকদিয়া গ্রামের বাসিন্দারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
এ বিষয়ে আলোকদিয়া গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন ৮ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তার অভিযোগে তিনি জানান, যমুনার আলোকদিয়া এলাকায় অসংখ্য বৈদ্যুতিক খুঁটি (স্থানীয়ভাবে 'তারখাম্বা' নামে পরিচিত) রয়েছে। যা বর্তমানে হুমকির মুখে। সরকারিভাবে কোনো বালু মহাল ইজারা দেয়নি। তারপরেও মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাসারের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে লোড ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে এ বৈদ্যুতিক খুঁটিগুলো ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগপত্রে মো. জামাল হোসেন আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের আবাদি জমি, বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও রাস্তা সবই যমুনার গর্ভে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি তা ঘটে, তবে আমরা সর্বশান্ত হয়ে পড়ব। তিনি এ অবৈধ কার্যকলাপ বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ১৭ ডিসেম্বর আমরা একটি অভিযান পরিচালনা করি। কিন্তু অভিযানের খবর শুনে আগে থেকেই পালিয়েছেলেন অবৈধ বালু উত্তোলনকারীরা। তবে চলতি মাসের শুরুতে আরেকটি অভিযান চালিয়ে বালু কাটার কাজে ব্যবহৃত তিনটি কাটার মেশিন জব্দ করা হয়। এসময় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তেওতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, যেহেতু আলোকদিয়া এলাকা দুর্গম ও শিবালয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। সে কারণে তাদের হাতে নাতে ধরা সম্ভব হয়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।