Apan Desh | আপন দেশ

লাইভে ‘জুবায়ের পন্থী’ বলায় হামলা, ছয় সাংবাদিক আহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ২২ ডিসেম্বর ২০২৪

লাইভে ‘জুবায়ের পন্থী’ বলায় হামলা, ছয় সাংবাদিক আহত

লাইভ চলাকালে সাংবাদিকের ওপর হামলা করে আন্দোলনকারীরা।

টাঙ্গাইলে নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির পলন করে জুবায়ের পন্থীরা। ঘটনায় ডিবিসি নিউজ টেলিভিশনে লাইভ চলাকালে ‘জুবায়ের পন্থী’ শব্দ উচ্চারণ করায় সাংবাদিকের ওপর হামলা করে আন্দোলনকারীরা। এ সময় অন্য সাংবাদিকদিরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে আহত হন ৬ সাংবাদিক।

রবিবার (২২ ডিসেম্বর)  বিকেল তিনটায় লাইভ চলাকালে এ ঘটনা ঘটে।

এর আগে ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের ওপর হামলা হয়। ঘটনায় জড়িত টাঙ্গাইলের সাদ পন্থীদের বিরুদ্ধে মামলা ও মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিতে যান তারা। এ ঘটনায় ডিসি-এসপির অসদাচরণ পান তারা।

এরই  প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে জুবায়ের পন্থীরা। বিকেল ৩ টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে রিপাের্টার সোহেল তালুকদার জুবায়ের পন্থী বলায় তার ওপর হামলা হয়। এ ঘটনায় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করে তারা।

এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হন।

আহত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। কিছু বোঝার আগেই জুবায়ের পন্থীরা সন্ত্রাসীর মত সাংবাদিকদের ওপর হামলা করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়