Apan Desh | আপন দেশ

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৩, ২৩ ডিসেম্বর ২০২৪

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 
   
নিহতরা হলেন কুমিল্লা সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মনির হোসেনের ছেলে মো. মিনহাজুল ও বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মহিনুল ইসলাম এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়