
ছবি: আপন দেশ
পাবনার চাটমোহরে তাপমাত্রা কমে আসায় বেড়েছে শীতের প্রকপ। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এমন পরিস্তিতিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পাবনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ অ্যাডভোকেট রবিউল করিম রবি।
শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত তিনটি উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ, লিফলেট বিতরণ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট রবিউল করিম সাধারণ মানুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান। সেইসঙ্গে তিনি সবার সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
আলহাজ অ্যাডভোকেট রবিউল করিম রবি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্যানেল আইনজীবী। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন রবি।
এ বিষয়ে রবিউল করিম বলেন, অভাব পীড়িত পাবনা-৩ নির্বাচনী এলাকার জনগণের উন্নয়নে আমি কাজ করতে চাই। অনেক বছর ধরে আমি বিএনপির সঙ্গে আছি। এলাকার মানুষের পাশে আছি। আশা করি বিএনপির হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হব। বিএনপিকে আরো শক্তিশালী করতে আমার সর্বশক্তি নিয়োগ করবো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।