Apan Desh | আপন দেশ

সমন্বয়কের বাড়িতে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:১১, ২৪ ডিসেম্বর ২০২৪

সমন্বয়কের বাড়িতে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বাড়ির দেয়ালে লেখা- মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে এমন লেখা দেখে আতঙ্কিত তার পরিবার।

সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সায়েম।

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়