Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল দুই শিশুসহ ৪ শতাধিক ঘর

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪১, ২৪ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল দুই শিশুসহ ৪ শতাধিক ঘর

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়েছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

আপন দেশ/এমবি/এবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়