Apan Desh | আপন দেশ

কুড়িগ্রাম বিএনপি’র নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩১, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রাম বিএনপি’র নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কুড়িগ্রাম বিএনপি’র নবগঠিত কমিটির আনন্দ মিছিলের একাংশ।

আনন্দ মিছিল করেছে নবগঠিক কুড়িগ্রাম জেলা বিএনপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত ব্যানার নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগ দেয়। এতে মিছিলের নগরীতে পরিণত হয় কুড়িগ্রাম শহর।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ টাউন হল মার্কেটে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির নবাগত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

সমাবেশে নবগঠিত আহবায়ক কমিটি আগামীতে সকল ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত আহবায়ক কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন। আগামী নির্বাচনে চারটি আসনকে বিএনপির ঘাঁটি হিসেবে তৈরি করে প্রতিটি আসন থেকে বিএনপির এমপি উপহার দিবেন মর্মে অঙ্গিকার ব্যক্ত করেন নতুন নেতৃত্ব।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়