
ছবি: ইন্টারনেট
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই খালাতো ভাই নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন- প্রিয়ন্ত দাশ (১৬) এবং শাওন দত্ত (১৮)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। অপর যুবক প্রিয়ন্ত দে শাওনের খালাতো ভাই। তার বাবার নাম বিপ্লব দে।
তাদের সাথে থাকা বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে আসেন। এরপর তারা কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামার পূর্বে মাদক সেবন করেছিলো বলে জানান।
ঘটনাস্থল থেকে চোলাই মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, তাদের উদ্ধারে ফায়ার ব্রিগেড সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।