ছবি: আপন দেশ
উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নামল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এ তাপমাত্রায় হিমালয়ের নিকটবর্তী এ জেলায় হাড় কাঁপানো কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় নাজেহাল হয়ে পরেছে জনজীবন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা পরিমাণ ৯৮ শতাংশ। গতকাল মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার এ তথ্য জানান। এদিকে চলতি বছরের মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপামাত্রা আজ।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় আচ্ছন্ন এ অঞ্চলের জনপদগুলো। হিম বাতাসে ঝরছে শীতের পারদ। শীতের তীব্রতায় জর্জরিত শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। দুর্ভোগে বেড়েছে গবাদি পশুগুলোকে নিয়েও।
লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। ঠান্ডায় ঠিকমতো কাজ না মেলায় পরিবারের খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছে অনেকেই। প্রয়োজন ছাড়া বিত্তবানরা ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষজন শীত উপেক্ষা করেই ছুটছেন কাজের সন্ধানে।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা আরও নিম্নগামী হচ্ছে। বর্তমান পরিস্থিতি টানা তিনদিন বিদ্যমান থাকলে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নেবে। সময় মতো সূর্য উঠলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশী থাকায় ঠান্ডা বেশী অনুভূত হচ্ছে। সে-সঙ্গে হিম বাতাসে ভোগান্তি বাড়ছে মানুষজনের।
এ পরিস্থিতিতে চরম দূর্ভোগে পরেছেন ঠেলা গাড়িচালক, রিকশাচালক ভ্যান চালকসহ খেটে-খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন।
এদিন ভোরেই কনকনে শীত উপেক্ষা করে ঠেলাগাড়িতে বাঁশ নিয়ে হাটে যাচ্ছিলেন কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের আইয়ুব আলী (৫৫)। গরম কাপড়ের অভাবে শরীর কাঁপছিলো তার।
জানতে চাইলে আইয়ুব আলী বলেন, আমরা গরিব মানুষ! ভাত জোগায় মুশকিল গরম কাপড় কিনমো কি দিয়া! হামার আল্লাহ ছাড়া কাঁইয়ো নাই!
একই দিন কাজের সন্ধানে কাঁধে ভাঁড় ডালি নিয়ে শহরমুখী কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের দিনমজুর আইয়ুব আলী (৫২) ও আব্দুস সাত্তার (৫৮)।
কথা হলে তারা বলেন, আইতে দিনে ঠান্ডা সমানে সমান। ঠান্ডার কারণে কাজকাম ঠিকমতো মেলেনা। তার মধ্যে দিন ছোটো। ছওয়া গুল্যাক অ্যালাও ঠান্ডার কাপড় কিনি দিবার পাই নাই!
এ পরিস্থিতিতে বেশি দুর্ভোগে রয়েছেন জেলার ১৬টি নদ-নদীর অববাহিকায় বসবাসকারী চরাঞ্চলবাসী। প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল শীতবস্ত্রের সরকারি বরাদ্দের কারণে বিপাকে পরছেন জনপ্রতিনিধিরা। বেসরকারিভাবেও শীতবস্ত্র বিতরণের তেমন কার্যক্রম চোখে পড়ছে না।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমার ওয়ার্ডের অধিকাংশ মানুষই খেটে-খাওয়া দিনমজুর। ৮টি গ্রামে অন্তত ৩ হাজার মানুষ রয়েছে। সরকারিভাবে আমি মাত্র ১৫টি কম্বল পেয়েছি। যা আগামীকাল বৃহস্পতিবার বিতরণ করবো। অলরেডি ওয়ার্ডের মানুষজন শীতবস্ত্রের জন্যে আমার বাড়িতে আসতেছে। এ সামান্য কম্বল বিতরণ নিয়ে আমি বিপদে আছি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, শীত নিবারণের জন্য সরকারিভাবে বরাদ্দের ২৭ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে বরাদ্দ পাওয়ামাত্র তা বিতরণ করা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।