ছবি : আপন দেশ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন খাদে পরে এক জন নিহত হয়েছেন। বুধবার (২৫ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগভান্ডার রোডের মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালকের তুফান ইসলাম রাসেল (২৫) উপজেলার পূর্ব বাগ ভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ভুরুঙ্গামারী থেকে নসিমনে করে মাটি আনতে বাগভান্ডার যাওয়ার সময় মাদ্রাসা সংলগ্ন এলাকায় গিয়ে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চালক রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পুলিশ সেখানে কাজ করছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।