Apan Desh | আপন দেশ

দেশে ফিরছেন কায়কোবাদ, ব্যাপক শো-ডাউনের প্রস্ততি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:১০, ২৫ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরছেন কায়কোবাদ, ব্যাপক শো-ডাউনের প্রস্ততি

এলাকাবাসীর ব্যানারে উপজেলা সদরে প্রেস ব্রিফিং।

দীর্ঘ ১৩ বছর পর শনিবার (২৮ ডিসেম্বর) দেশে আসছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ৫ বারের নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। 

এ উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা। এছাড়াও ঢাকায় বিমানবন্দরে সংবর্ধনা জানাতে হাজির হবেন লক্ষাধিক জনতা। করতে চান বড় ধরনের শো-ডাউন। এ নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে মতবিনিময় ও সভা-সমাবেশ।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ ডিসেম্বর) সচেতন এলাকাবাসীর ব্যানারে উপজেলা সদরে প্রেস ব্রিফিংয়ে কায়কোবাদকে বরণের সার্বিক প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগরের বিভিন্ন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সেনাবাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো.শাহাজান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো.হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেলাল উদ্দিন, আব্দুস সালাম, নজরুল ইসলাম, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মুন্সী প্রমুখ।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়