Apan Desh | আপন দেশ

ডাম্পট্রাক চাপায় ৪ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ২৬ ডিসেম্বর ২০২৪

ডাম্পট্রাক চাপায় ৪ জন নিহত

ময়মনসিংহে ডাম্পট্রাক চাপায় একই পরিবারের নিহত চারজনের স্বজনদের আহাজারি।

ময়মনসিংহে ডাম্পট্রাক চাপায় অটোরিকশা যাত্রী স্বামী ও স্ত্রীসহ একই পরিবারের চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার সাত বেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ ও স্ত্রী বকুলা আক্তার, বকুলার ভাই বিদ্যা মিয়া ও বিদ্যার পুত্রবধূর লাবনী আক্তার। নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নেত্রকোনায় যাচ্ছিলেন ওই চারজন। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বিদ্যা মিয়ার স্ত্রী আহত লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনরা জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুল রাশিদ ও পরিবারের সদস্যরা ভোর ৪টার দিকে নেত্রকোনার শিমুলকান্দি যাচ্ছিলেন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি আব্দুর রাশিদ ও বকুলা আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেলের লাশঘরে, বিদ্যা মিয়া ও তার পুত্রবধূর মরদেহ নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছে।

আপন দেশ/এমবি 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়