Apan Desh | আপন দেশ

নছিমন চালকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৩, ২৬ ডিসেম্বর ২০২৪

নছিমন চালকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছবি : আপন দেশ

পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন শ্যালোইঞ্জিন চালিত নছিমন চালক।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে বাবুর ছোট ভাই মনিরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে আরেক নছিমন চালক আব্দুল ওহাব ফকির মোবাইল ফোনে বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি।

সকালে বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই অনিক হাসান বলেন, রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবীকে বলে গেছেন ওহাব ফকির তাকে ডেকেছে, সেখানে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তিনি আর ফেরেন নাই। সকালে তার লাশ পাওয়া গেলে। আমাদের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে ওহাব ফকির জড়িত আছে। কারণ ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, কিভাবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে তার কিভাবে মৃত্যু হয়েছে। তারপরও এ মৃত্যুর ঘটনা ও ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে পুরো বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়