Apan Desh | আপন দেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৬, ২৭ ডিসেম্বর ২০২৪

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর একটার দিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল জলিল (৬৫) নামের একজন।

তিনি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর ছিলেন। এ ঘটনায় আহত আরো চারজনকে সাঁথিয়া হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে  

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে ট্রাক চাপায় নিহত হন করিসন যাত্রী দিনমজুর তিনজন।

নিহত ওই তিনজন হলেন, উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামানিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাদের নাম পরিচয় জানা যায়নি। 

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগমী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়