Apan Desh | আপন দেশ

বিএনপি কর্মীকে মধ্যযুগীয় কায়দায় হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩০, ২৭ ডিসেম্বর ২০২৪

বিএনপি কর্মীকে মধ্যযুগীয় কায়দায় হত্যা

ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে বিএনপি কর্মীকে গুলি, রগ কাটার পর জবাই করে হত্যা করেছে ঘাতকরা। নিহতের নাম কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫)। সে সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। হত্যাকাণ্ডের তাৎক্ষণিক নিহতের স্বজন ও পুলিশ এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছালি কবির স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মি ছিলেন। গত ৫ আগস্টের পর কবির এলাকায় আসেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল।  শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের জুমার নামাজ পড়তে যান। ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বের হয়। ওই সময় মুখোশপরা ৫-৬জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশা যোগে সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে আসেন। একপর্যায়ে ছালি কবির মসজিদ থেকে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কবির। সন্ত্রাসীরা তার বাম পায়ের রগ কেটে, গলা কেটে জবাই করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।    

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্‌দুল্লাহ্-আল-ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।  

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়