ছবি: সংগৃহীত
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় মিন্টুর ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকেও আটক করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার নগরীর মাদরাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদের আটক করে যৌথ বাহিনী।
আটক মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এসময় মিন্টুর লাইসেন্সকৃত শটগানও জব্দ করা হয়। মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। সেজন্য তাকে হত্যা মামলায় এবং সজলকে অন্য মামলায় আদালতে সোপর্দ করা হবে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।