Apan Desh | আপন দেশ

ট্রাকচাপায় বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণহানি

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৯, ২৮ ডিসেম্বর ২০২৪

ট্রাকচাপায় বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানেযাত্রী বাবা-মেয়েসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার বুড়ইল গ্রামের ভ্যানচালক শাহীনুর রহমান (৪০), একই উপজেলার ভাগদূর্গা গ্রামের ফারুক হোসেন (৩০) ও হুমাইরা খাতুন (৭)।

কাহালু থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে দরগাহাটের দিকে যাচ্ছিল। পথে দরগাহাট এলাকায় রেডিও স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে চাকা খুলে যায়। এতে রাস্তায় পড়ে যান তারা। এ সময় পেছনে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শাহীনুর ও যাত্রী ফারুক মারা যান। ফারুকের স্ত্রী জুলেখা ও মেয়ে হুমাইরাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমাইরার মৃত্যু হয়। স্ত্রী জুলেখা চিকিৎসাধীন।  

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়