Apan Desh | আপন দেশ

নাগেশ্বরী বিএনপির আনন্দ র‌্যালি, ডা. ইউনূস আলীর ফ্রি মেডিকেল ক্যাম্প

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ২৯ ডিসেম্বর ২০২৪

নাগেশ্বরী বিএনপির আনন্দ র‌্যালি, ডা. ইউনূস আলীর ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে র‌্যালি করে নাগেশ্বর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা কমিটি অনুমোদন দেয়ায় রোববার (২৯ ডিসেম্বর) তারা আনন্দ র‌্যালি করেন। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট কার্ডিওলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. মো. ইউনুস আলী। তিনি কেন্দ্রীয় ড্যাব সহ-সাংগঠনিক সম্পাদক ও নাগেশ্বরীর সন্তান।

এছাড়ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামে কয়েকশ’ রোগীকে চিকিৎসা ও ওষুধপত্র দেয়া হয়েছে। সকাল ১০ টায় নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডা. মো. ইউনুস আলী। রামখানা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওই ক্যাম্পের সভাপতিত্ব করেন। এ সময় ছিলেন, রামখানা ইউনিয়ন বিএনপি নেতা আজিজার রজমান, আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মশিউর রহমান, বণিক সমিতির নেতা মো: বাতেন প্রমূখ।

এর আগে পৌরসভার ১ নং ওয়ার্ড কুটি বাগডাঙ্গা মসজিদের উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন ডা. মো. ইউনুস আলী। এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন কুড়িগ্রাম পুলিশের স্টেনো মো: শাহ আলম ব্যাপারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ও কামলি মাদরাসার অভিভাবক সদস্য আলহাজ মাহমুদ হাসান।
 
আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়