ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছা থানার বিতর্কিত ওসি পায়েল হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রুহুল আমীনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা পুলিশ সুপার।
রোববার (২৯ ডিসেম্বর) ওসি পায়েল হোসেনকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।
পায়েল হোসেনের বিরুদ্ধে নিজ বাংলোয় টর্চার সেল, ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি ও নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগ রয়েছে।
গঠিত তদন্ত কমিটিকে আগামি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা মিললে বিভাগীয় মামলা হবে। সেখানেও সত্যতা মিললে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী।
এর আগে শনিবার থেকে এক ডিভোর্সি নারীর সঙ্গে তার অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাবের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা দেশ জুড়ে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে।
এর আগে পায়েল হোসেন রাজধানীর রমনা থানায় পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। গত ১৭ নভেম্বর তিনি চৌগাছা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।