ছবি: আপন দেশ
তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাবু উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষ। এমন পরিস্থিতিতে কুড়িগ্রামের দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত ৩৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অন্যান্য বিজিবি সদস্যরা।
হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে বিধবা নারী আছিয়া বলেন, দিনের চেয়ে রাতে ঠান্ডা বেশি! বেড়ার ফাঁক দিয়ে ঘরে বাতাস ঢোকে। কম্বল পেয়ে খুব উপকার হলো।
প্রতিবন্ধী ভিক্ষুক জয়নাল (৫৫) বলেন, হামার চরোত শীত খুউব। কম্বল কোনা দিয়ে ঠান্ডার মশম কোনা পার হইবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।