Apan Desh | আপন দেশ

মানিকগঞ্জে দুইস্থানে একইদিনে দুই মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ৩০ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে দুইস্থানে একইদিনে দুই মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও সদর উপজেলার পুলিশ ক্যাম্প এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকায় একটি পিঠা বিক্রির দোকানে আনুমানিক ৫০ বছরের ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। । তারা লিশকে খবর দেন। এছাড়াও জাগির পুলিশ ক্যাম্প এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত ২২ ডিসেম্বর ওই যুবকসহ তিনজন ঘরটি ভাড়া নিয়েছিল। কিন্তু পরদিন থেকেই রুমে তালা ঝুলছে। সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মেঝেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে, পুলিশকে খবর দেয়া হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের মরদেহের পরিচয় সনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়