
ইউপি সদস্য সুবীর দাশ
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক বিধাবার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সুবীর দাশের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি। জানান, ভু্ক্তভোগী কল্যানী দাশ। অভিযুক্ত ইউপি সদস্য তালা উপজেলার মকসেদপুর গ্রামের ব্রজেন দাশের ছেলে। তিনি খলিষখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য।
ভুক্তভোগীর নারী কল্যানী দাশ জানান, সে একই এলাকার বলয় দাশের স্ত্রী। ২০ বছর আগে তার স্বামীর কাছ থেকে ২২শতক জমির কথা বলে ৩৬হাজার টাকা নেন ইউপি সদস্য সুবীর দাশের পিতা ব্রজেন দাশ। এরপর থেকে ওই জমি ভোগ দখলে ছিলেন তিনি । বছর সাতেক আগে সুবীর দাশের পিতার মৃত্যুর সন্ধিক্ষণে সুবীরকে জমি রেজিষ্ট্রি করার কথা বলে মৃত্য বরন করেন। এরপর থেকে সূবীর দাশ জমি রেজিষ্ট্রির কথা বলে নানা রকম টালবাহানা করতে থাকেন।
বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তির কাছে বসলেও কোন প্রতিকার মেলেনি।
তিনি আরও বলেন, গত ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সুবীর বেপরয়া হয়ে ওঠেন। সদস্য হওয়ার তিন মাসের মাথায় তাদের জমি থেকে বিতাড়িত করেন। এরপর তার কাছে গেলে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন।
কল্যানী দাশের ছেলে জানান, তিনি বর্তমানে খুবই অসুস্থ। সংসারে নুন আনতে পানতা ফুরায়। পাওনা টাকাসহ জমির জন্য বহু লোকের দ্বারস্থ হয়েছেন। কোনো প্রতিকার পাননি। তিনি অভিযোগ করে বলেন, তার বাবার দেয়া টাকা ফেরত না দিয়ে সুবীর দাশ সেই সম্পতি অন্য জায়গায় বিক্রি করেছেন। প্রশাসনের কাছে তিনি বিচার দাবি করেছেন।
অভিযোগ অস্বীকার করে ওই ইউপি সদস্য সুবীর দাশ। বলেন, আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। আপনারা যা পারেন লেখেন। বিষয়টি নিয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগ ব্যাবস্থা নেয়া হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।