ছবি: আপন দেশ
বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। এতে শাকিল নামে এক সেনা সদস্য আহত হয়েছেন। তিনি সেনাবাহিনীর লেন্স করপোরাল বলে জানা গেছে।
সোমবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দুর্গম পাইন্দু এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়িতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছেন যৌথবাহিনী। এ অভিযানের অংশ রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করছিল সেনাবাহিনী।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ল্যান্স করপোরাল শাকিলের পায়ে গুলি বিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় কোন সন্ত্রাসী হতাহত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকায় কেএনএফের ছোড়া গুলিতে শাকিল নামে সেনা সদস্য আহতের খবর শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।