ছবি: আপন দেশ
উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষ শীতের তীব্রতায় এখন কাহিল। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও অবিশ্বাস্য ঠান্ডায় দুর্বিষহ অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রী সেলসিয়াস। যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
কুয়াশার কারণে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় হালকা সূর্যও যেন ম্লান হয়ে যায়। ফলে পরিবহন ব্যবস্থা চরম সমস্যায় পড়েছে। যানবাহন চলাচল করতে গেলে হেডলাইট জ্বালিয়ে পথ চলতে হচ্ছে। কনকনে ঠান্ডার কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গৃহপালিত প্রাণী ও মানুষদের কষ্ট বাড়িয়ে দিয়েছে গরম কাপড়ের অভাব। বিশেষত হতদরিদ্র, ছিন্নমূল ও খেটে-খাওয়া মানুষের জন্য শীতকাল হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। গরম কাপড়ের অভাবে অনেকে চরমভাবে ভুগছেন। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না।
গ্রামাঞ্চলের মানুষের দৃশ্যগুলোও একই রকম। অনেকেই আগুনের কুণ্ডলী জ্বালিয়ে শীত নিবারণ করতে চেষ্টা করছে। যেন কনকনে ঠান্ডায় কিছুটা উষ্ণতা মেলে। তবে দিনের বেলা সূর্যের তাপমাত্রা না থাকার কারণে হিমেল বাতাসে ঠান্ডা আরও বৃদ্ধি পাচ্ছে।
এ পরিস্থিতিতে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা ভয়াবহ হয়ে ওঠে। শীত নিবারণের জন্য জেলা প্রশাসন ইতোমধ্যেই ৯টি উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে। যা বিতরণ চলছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ১ মাস ধরে কুড়িগ্রামের তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে শৈত্য প্রবাহের ঝুঁকি তৈরি হতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।