Apan Desh | আপন দেশ

ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে: মণি স্বপন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৪, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪০, ৩১ ডিসেম্বর ২০২৪

ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে: মণি স্বপন দেওয়ান

ছবি: আপন দেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি আয়োজন করেছে ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। 

সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান বলেন, ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে। আমরা একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো ফ্যাসিস্ট শক্তির কিছু দোসর সক্রিয় রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নতুন স্বাধীনতা রক্ষায় একজোট হয়ে কাজ করতে হবে।

এসময় তিনি আগামীর নির্বাচনের জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।

জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী বাবর, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই সঙ্গে রক্তের গ্রুপ পরিক্ষা কর্মসূচির উদ্বোধন করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়