পুলিশ-বিজিবির হাতে গ্রেফতার জিরাসহ চোরাকারবারি। ছবি: আপন দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় পাঁচটি গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেফতার আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল ও ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জিরাসহ গোলাম মোস্তফাকে এবং গরুসহ হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আটকৃত গোলাম মোস্তফা কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার বাসিন্দা। বাবার নাম মনির হোসেন। শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার বাসিন্দা হাফিজুল ইসলাম। সে নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। গোলাম মোস্তফার বাড়ি থেকে ১১ বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করে। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার জিরা গুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা। জিরা আটকের খবর পেয়ে পার্শ্ববর্তী অনন্তপুর ক্যাম্পের বিজিবি'র সদস্যরা ঘটনাস্থলে আসেন।
অন্যদিকে সীমান্ত দিয়ে ভারত থেকে ৫টি গরু এনে বাড়িতে লুকিয়ে রাখায় হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। আটক গরু ৫ টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, চোরাচালান আইনে মামলা দায়ের করে আটক চোরাকারবারীদের আদালতে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।