গ্রেফতার ৪ অপহরণকারী। ছবি: আপন দেশ
রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক ডা. শাকিরা তাসনিমকে (২৬) পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব-৫। একই সাথে ৪ অপহরণকারীকে গ্রেফতার এবং অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় থেকে শাকিরা তাসনিমকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের মূল আসামি তানজিম খান তাজসহ (নিরব) সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তানজিম খান তাজ (নিরব) (৩০), মোঃ সেলিম মল্লিক (৩৫), মো. সজিব হোসেন (২৩) এবং মাইক্রোবাস চালক মো. আশরাফুল ইসলাম (৩৫)।
বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যাায় র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৩০ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ডা. শাকিরা তাসনিম (২৬) এবং তার পিতা আবু তাহের মো. খুরশীদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা।
চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত ডা. শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শাকিরা তাসনিমকে উদ্ধার এবং ৪ অপহরণকারীকে গ্রেফতার করে র্যাব-৫ ও র্যাব-১২ এর যৌথ টিম।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং অপহরণকারীদের আইনানুগ ব্যবস্থার জন্য চন্দ্রিমা থানায় পাঠানো হবে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।