Apan Desh | আপন দেশ

বিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪১, ২ জানুয়ারি ২০২৫

বিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার

ছবি: আপন দেশ

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে যুবদল নেতা। বিচারপতির নাম খুরশীদ আলম সরকার। আর অভিযুক্ত যুবদল নেতার নাম আকতারুজ্জামান ওরফে আক্তার হোসেন। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। 

বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে আটক করে পুলিশ।

ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।  এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন বিচারপতির বাড়ির কেয়ারটেকার সোহেল রানা। অভিযুক্ত আকতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালীবাজার এলাকায় নিজ বাসার সামনে হাঁটছিলেন বিচারপতি খুরশীদ আলম সরকার। এ সময় তার সামনে উপস্থিত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আকতারুজ্জামান।

পরে বিচারপতি স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেন। এর আগে ৬ আগস্ট অভিযুক্ত আকতারুজ্জামান হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়