নিহতের লাশ দেখতে উৎসুক জনতার ভিড়।
মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনের (৩২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সহড়াবাড়ীয়া-কামারখালী মাঠে বাবলা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ মেলে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা এক চিরকুট। এতে এক নারীর বরাতে লেখা- ৫ বছর পরকীয়া প্রেম ও শারীরিক সম্পর্কের পর বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে।
আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। সে বাঁশবাড়ীয়া গ্রামের মইনুদ্দীন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীরের নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর মাঠের মধ্যে একটি বাবলা গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনরা জানান, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে পাওয়া চিরকুটে এক নারীর বরাতে লেখা হয়, ৫ বছর ধরে পরকীয়ায় জড়িত থাকার পর বিয়ে না করায় তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ সন্দেহ করছে, এটি প্রকৃত ঘটনা নয়। বরং হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিত।
নিহতের ভাই আলামিন হোসেন জানান, দেড় মাস আগে আলমগীর দুবাই থেকে দেশে ফিরে আসেন। ১ জানুয়ারি সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর ফিরে আসেননি। পরিবার রাতভর তাকে খুঁজেও কোনো সন্ধান পায়নি।
গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ও দায়ীদের গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।