ছবি : আপন দেশ
ঘনকুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে রাত ২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এখন আরিচা ঘাটে শাহ আলী, হামিদুর, চিত্রা ফেরি রয়েছে। আর মাঝ নদীতে ধানসিড়ি, কাজির হাটে খানজাহান আলী, কিশানি ফেরি আছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। যার কারণে রাত ২টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।
এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশায় কারণে মাঝ নদীতে আটকা পড়ে। পরে ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর আরিচা ঘাটে পৌঁছায়।
বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান জানান, মাঝ নদীতে আটকা পড়া ফেরি শাহ আলী ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায়। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।