ছবি: আপন দেশ
আবার তাপমাত্রা নামলো ১০ ডিগ্রির নিচে। ১০ ডিগ্রি নিচে থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় আবার মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে পঞ্চগড়ে। এতে করে শীতে দূর্ভোগ পোহাচ্ছে দেশের সর্ব উত্তরের এ জেলায়। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলোকে কাগজের কাটন, শুকনো কাঠ খড়ি জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে।
শুক্রবার (৩ জানুয়ারী) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রির সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকেই ঘন কুয়াশার কারণে বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। রাতভর বৃষ্টির মতো ঝরেছে বরফ শিশির। কনকনে শীতের সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে স্থানীয়দের। তবে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেড়িয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষদের। তবে সকাল ৯টার পর থেকে কুয়াশা ভেদ করে সূর্য দেখা গেলেও সে আলোয় কোন উষ্ণতা মিলছে না।
স্থানীয়রা জানান, তিনদিন ধরে যেন মনে হচ্ছে রাতে তাপমাত্রা জিরোতে নেমে এসেছে। এমন ঠান্ডা, কাপড়ের পর কাপড় পরলেও ঠান্ডা লাগে। বিশেষ করে উত্তর দিক থেকে ধেয়ে আসা পাহাড়ী বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে কয়েকগুন। খেটে খাওয়া মানুষদের বেড়েছে দুর্ভোগ।
ভ্যানচালকরা জানাচ্ছেন, তীব্র ঠান্ডা। কুয়াশার মধ্যে ভ্যান চালাতে গিয়ে ঠান্ডায় হাতপা অবশ হয়ে আসে। ভ্যানেও চড়তে চায় না অনেকে। যার কারণে আয় রোজগার কমে গেছে।
এদিকে তীব্রশীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা ছুটছেন হাসপাতালে। এসব রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, কয়েকদিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে। শুক্রবার (৩ জানুয়ারী) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।